কৃষকদের দোরগোড়ায় বিনামূল্যে সার-বীজ পৌঁছে দিচ্ছে সরকার

0
242
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকদের সার আনতে গিয়ে জীবন দিতে হয়েছে। আওয়ামী লীগ সরকার কৃষকদের দোরগোড়ায় বিনামূল্যে সার ও বীজ পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ। নিজেদের চাহিদা পূরণ করে আমরা বিভিন্ন দেশে পণ্য রফতানি করছি।
গতকাল শুক্রবার সকালে ভোলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাড়ে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার এএসএম শাহীন আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here