Daily Gazipur Online

কেরাণীগঞ্জে র‍্যাবের অভিযান: মাস্ক না পরায় ১৫ জনকে অর্থদন্ড প্রদান

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকার কেরাণীগঞ্জের মডেল থানা এলাকায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে এবং সুরক্ষা মাস্ক না পরায় ১৫ জনকে অর্থদন্ড প্রদান ও ২ টি শোরুমকে জরিমানা করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)’র ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব- ১০ এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনমনে সচেতনাতা বৃদ্ধি লক্ষে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান।
র‍্যাব জানান, ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় করোনা কালিন সময়ে সরকার নির্ধারিত পন্য ব্যতিত পন্য বিক্রি করার অপরাধে ২টি শোরুমকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় একই আদালত করোনা কালিন সময়ে মাস্ক পরিধান না করার অপরাধে ১৫ জনকে মোট নগদ দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।