কেলেঙ্কারিতে জড়িত সাংসদদের বিচারের কাঠগড়ায় দাঁড় করুন…সমাজতান্ত্রিক মজদুর পার্টি

0
171
728×90 Banner

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি) : অর্থ পাচার, মানব পাচার, নারী কেলেঙ্কারির মতো গুরুতর অপরাধের সাথে যুক্ত সংসদ সদস্যদের সম্পর্কে সংসদীয় দলের নেতাকে জাতির সামনে ব্যাখ্যা দেওয়ার দাবি করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।
আজ ২৩ জুন ২০২০ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা: সামছুল আলম বলেন, “বর্তমান সংসদে সংসদ সদস্যদের মধ্য থেকে অনেক সংসদ সদস্যরা আইন তৈরির কাজে ব্যস্ত না থেকে অসামাজিক ও অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত হচ্ছে। এই সব সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি শুধুমাত্র কাগজে কলমে নিজেদেরকে নিরপরাধ দেখানোর চেষ্টা করে, তবে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। তাই সংসদীয় দলের নেতাকে নিজের ঘর থেকে দুর্নীতিবাজ-অপরাধীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।”
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “যদি সংসদীয় দলের নেতা এই সব চিহ্নিত অপরাধী-দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হন ও সংসদীয় দলের নেতা যদি এই সব দুর্নীতিবাজ সংসদ সদস্যদের ত্যাগ না করে দুর্নীতিবাজদের আঁকড়ে ধরেন, তবে জনগণ একদিন বর্তমান সংসদীয় দলের নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here