কোটা বিরোধী আন্দোলন :গাছে ঝুলিয়ে যেভাবে হত্যা করা হয় যুবলীগ নেতা জুয়েল মোল্লাকে

0
53
728×90 Banner
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের নেতা জুয়েল মোল্লাকে নির্মম নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যার পর উত্তরায় গাছে ঝুলিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল একদল মানুষরুপি পাষন্ড।
গাছে ঝুলিয়ে জুয়েল মোল্লাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতনের কাহিনী মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। কোটাবিরোধীদের আন্দোলনের সুযোগে সরকারবিরোধী একটি দুষ্কৃতকারী দল এমন তান্ডবে মেতে নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটায়। জুয়েল মোল্লার বাড়ি গাজীপুর মহানগরের গাছা থানার চান্দরা গ্রামে। তার পিতার নাম আবদুল বারেক।
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ডাকে গত শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের কর্মী বাহিনী নিয়ে গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রায় শোডাউনে ঢাকায় যাওয়ার পথে উত্তরা হাউসবিল্ডিং ও বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, কাউন্সিলর শিপু খান ও মীর ওসমান গনি কাজলসহ ৩০ নেতাকর্মী গুরুতর আহত হন। জাহাঙ্গীর আলম এখন সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। উত্তরা হাউস বিল্ডিংয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় জাহাঙ্গীর আলমের ওপর আঘাত শুরু হলে গাজীপুর মহানগর যুবলীগ নেতা জুয়েল মোল্লাকে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের পিএস আখ্যা দিয়ে লাঠিসোটা রড দিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে গুরুতর আহত করে। মুমুর্ষু অবস্থায় জুয়েল মোল্লাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সামনে থাকা লোকজন বলতে থাকে, এই যে পাইছি যুবলীগের লোক, আর অমনি আবারও লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে জুয়েল মোল্লার রক্তাক্ত দেহের ওপর। এ সময় একদল পাষন্ড জুয়েল মোল্লার ৪ হাত-পা একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে এবং হাত পায়ের মাঝখান দিয়ে বাঁশ ঢুকিয়ে দেয়।
এ অবস্থায় বাঁশের সঙ্গে দড়ি বাঁধা জুয়েল মোল্লাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ গজ পূর্বে থাকা বট গাছের ডালে ঝুলিয়ে আবারও লাঠিসোটা রড দিয়ে ৫০-৬০ জন মানুষ চতুর্দিক থেকে বলতে থাকে এই যে পাইছি আওয়ামী লীগের যুবলীগ। এমন কথা বলতে বলতে ঝুলানো লাশটিকে পেটাতে থাকে আর আনন্দ উল্লাসে মেতে উঠে হায়ানার দল। প্রায় ঘণ্টাখানেক চলে লাশের ওপর এমন নির্মম নিষ্ঠুরতম মারধরের তান্ডব।
এ সময় হাজার হাজার মানুষ ঘটনাটি দেখছিল। কেউ কোনো টু শব্দ পর্যন্ত করতে পারছিল না বীভৎস তান্ডবকারীদের বিরুদ্ধে। যেই মোবাইল ফোনে লাশের ছবি বা ভিডিও করতে চাইছিল তাদের মোবাইল ফোন চড়থাপ্পড় দিয়ে কেড়ে নিচ্ছিল তান্ডবে মেতে উঠা লোকগুলো। ওই মুহূর্তে হাউস বিল্ডিং থেকে ছোড়া পুলিশের সাউন্ড গ্রেনেডের আওয়াজে ছত্রভঙ্গ হয়ে যায় লাশের ওপর তান্ডবকারী হায়ানার দল। আর তখন জুয়েল
মোল্লার ও থেতলে যাওয়া রক্তাক্ত দেহ ঝুলতে থাকে বট গাছের ডালে।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here