Daily Gazipur Online

কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না—–পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার

নরসিংদী প্রতিনিধি: কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, সে কোন জনপ্রতিনিধির লোক বা রাজনৈতিক ব্যক্তি যেই হোক। এ সমাজটা আমাদের সকলের। কারো অহেতুক প্রাধান্য বিস্তার করতে দেওয়া হবে না। আমি কাউকে ছাড় দিব না। তবে দুর্নীতিবাজদের দমন করতে সকলের সহযোগিতা লাগবে। এ কথাগুলো বললেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। গতকাল (১৬ অক্টোবর’১৯) বিকেলে নরসিংদী পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতিবিনময় সভায় বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও অধ্যাপক সেতারা বেগম, সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির, সদস্য যথাক্রমে অহিভূষণ চক্রবর্তী, হলধর দাস, মাসুদ মাহমুদ, মুসলেহ উদ্দিন মাষ্টার, কাজী আনোয়ার কামাল, ইয়ামিন হাসানাত চৌধুরী, আলতাফ হোসেন নাজির ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সরকারি কর্মকর্তাদের সবচেয়ে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই হিসেবে একটি জেলাকে দুর্নীতিমুক্ত করতে হলে সবচেয়ে আগে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগকে দুর্নীতি মুক্ত থাকতে হবে উল্লেখ করে পুলিশ সুপার প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সৎ পথে থেকে নিয়মের মধ্যেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। যারা অপকর্ম করে, দুর্নীতি করে তাদের সম্পর্কে আমাকে ইনফরমেশন দিন। মেয়র-এমিপর লোক বলেও কেউ পার পাবেন না। তিনি দুর্নীত মুক্ত নরসিংদী, দুর্নীতি মুক্ত দেশ তথা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন।