কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে চিলি

0
221
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: একুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
ব্রাজিলের সালভাদরে বাংলাদেশ সময় শনিবার সকালে ম্যাচের অষ্টম মিনিটে হোসে ফুয়েনসালিদার ভলিতে এগিয়ে যায় চিলি। এনের ভালেন্সিয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ২৬তম মিনিটে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ক্রস থেকে দারুণ শটে জালে বল পাঠিয়ে চিলিকে টানা দ্বিতীয় জয় এনে দেন আলেক্সিস সানচেস।
প্রথম ম্যাচে জাপানকে ৪-০ ব্যবধানে হারানোর পথে পাঁচ মাসের (গোল) খরা কাটিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে মৌসুম কাটানো এই ফরোয়ার্ড।
একুয়েডর নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ৪-০ গোলে হেরেছিল।
২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রæপের শীর্ষে আছে। ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় ও ১ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় স্থানে আছে।
তিন গ্রæপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ছাড়াও সেরা দুই তৃতীয় স্থানের দল কোয়ার্টার-ফাইনালে উঠবে বলে এখনও কোনো পয়েন্ট না পাওয়া একুয়েডরের আশাও টিকে আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here