কোপা আমেরিকায় নেইমারের জায়গায় উইলিয়ান

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: ইসরায়েলে গিয়েছিলেন ছুটি কাটাতে। কিন্তু অবকাশ যাপনটা লম্বা হলো না উইলিয়ানের। জাতীয় দল ব্রাজিল থেকে ডাক পড়েছে তার। চোটে নেইমার ছিটকে যাওয়ায় তার জায়গা পূরণে কোপা আমেরিকার দলে সুযোগ পেয়েছেন এই উইঙ্গার। এবারের কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। ঘরের মাঠের আসরে নেইমারকে ঘিরেই স্বপ্ন বুনেছিলেন ব্রাজিলিয়ানরা। কিন্তু প্রতিযোগিতায় নামার সুযোগই পেলেন না প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। কোপা আমেরিকার প্রস্তুতিতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন তিনি। ব্রাজিলের ২-০ গোলের জেতার ম্যাচে ২১ মিনিটে তিনি মাঠ ছাড়েন। চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো লাগবে নেইমারের। যাতে কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়া এই ফরোয়ার্ডের জায়গায় ডাকা হয়েছে চেলসি উইঙ্গার উইলিয়ানকে। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোটে দল থেকে ছিটকে গেছেন নেইমার। যার জায়গায় ব্রাজিলের কোপা আমেরিকার দলে ডাকা হয়েছে চেলসির উইলিয়ানকে।’ ২০১১ সালে সেলেসাও জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ান ৬৫ ম্যাচে করেছেন ৮ গোল। ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপ ও ২০১৮ সালে রাশিয়ার আসরে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন তিনি। গোল ডটকম

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here