ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী লাহিড়ী পশুর হাটটিতে ভোগান্তি এবার চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাচ্ছে। কাদাপানিতে দাঁড়িয়ে পশু কেনাবেচা করছে মানুষ। সামনে কোরবানি ঈদের কারণে লোকসমাগম ও বেশি পরিমাণে পশু আনা হচ্ছে হাটে। ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠছে। যদিও প্রতি বছর প্রায় অর্ধকোটি টাকায় হাটটি ইজারা দেয়া হয় এবং নিয়ম অনুযায়ী ইজারার ১৫ শতাংশ টাকা উন্নয়ন কাজে বরাদ্দ থাকে।
লাহিড়ী হাটটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে অবস্থিত। এখানে প্রতি শুক্রবার পশুর হাট বসে। কোরবানি ঈদের সময় আশপাশের জেলা থেকেও মানুষ পশু কেনাবেচা করতে আসে। প্রতি হাটে দেড় থেকে দুই হাজার গরু কেনাবেচা হয়। অথচ তিন একর আয়তনের হাটটির আজো কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। মেঝে পাকা নয়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, নেই কোনো ছাউনি ও টয়লেটের ব্যবস্থা।
গত শুক্রবার হাটের ভেতরে ঢুকতেই চোখে পড়ে, ক্রেতা-বিক্রেতারা জুতা হাতে নিয়ে কাদাপানি মাড়িয়ে হাটে ঘুরাফেরা করছেন। কোথাও কোথাও প্রায় এক ফুট কাদায় বসে যাচ্ছে পা। পার্শ্ববর্তী দিনাজপুর জেলা থেকে কোরবানির পশু কিনতে আসা মো. সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা শহরের বাবলুর রহমান, আতাউর রহমানসহ অনেকে জানান, পশু কিনতে এসে বিপদে পড়েছি! হাটজুড়ে কাদাপানি। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে ও হাতে জুতা নিয়ে নেমে পড়েছি।
মাহাবুব হোসেন, জয়নাল, আব্দুর রশিদসহ কয়েকজন ব্যবসায়ী জানান, এভাবে কাদার মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়! হাট ইজারাদার তো হাসিলের ১ টাকাও কম নিচ্ছে না। অথচ হাটে বেচাকেনার কোনো পরিবেশ নেই। জেলার সবচেয়ে বড় হাট বলে ক্রেতারা এখানেই বেশি আসেন। তাই আমাদেরও এখানে আসা ছাড়া উপায় নেই।
হাটের ইজারাদার আফজারুল রহমান জানান, এ বছর প্রায় ৪০ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছেন তিনি। এরই মধ্যে তিনটি কোরবানির হাট হয়ে গেছে। প্রতি হাটে দেড় হাজারের বেশ গরু বিক্রি হচ্ছে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই হাটে পানি জমে আর বৃষ্টি থেমে গেলে কাদায় একাকার হয়ে যায়। এমন পরিবেশে অনেকেই আসতে চান না। এ কারণে হাটে ক্রেতা-বিক্রেতা দিন দিন কমছে। আর এটি হাটের নিজস্ব জায়গা না হওয়ায় কোনো উন্নয়নকাজও করা যাচ্ছে না।
বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, সরকারি নীতিমালা অনুযায়ী, ইজারার ১৫ শতাংশ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজে খরচ করার কথা। সে হিসেবে প্রতি বছর লাহিড়ী হাট ইজারার অন্তত ৬ লাখ টাকা উন্নয়নকাজে খরচ করার কথা। কিন্তু তা কখনই করা হয়নি।
এ ব্যাপারে জিজ্ঞেস করলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান বলেন, সামান্য বৃষ্টি হলেই পশুর হাটটিতে কাদাপানি জমে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি হয়। কিন্তু সবসময় হাটের জন্য বরাদ্দ না থাকায় উন্নয়নকাজ করা যায় না। এবার বিষয়টি আমার নজরে এসেছে, এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। এ অবকাঠামো সমস্যা সমাধানের দ্রæতই পদক্ষেপ নেয়া হবে।