Daily Gazipur Online

‘ক্যান্ডেল লাইট’ টেলিছবির কাজ শুরু করলেন পপি

ডেইলি গাজীপুর বিনোদন: কার সঙ্গে ‘ক্যান্ডেল লাইট’ ডিনার করবেন চিত্রনায়িকা পপি। কারণ গত বুধবার থেকে তার মুখে শোনা যাচ্ছে ‘ক্যান্ডেল লাইট’ এর নাম। জানতে চাইলে চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা বলেন, আমি গত বুধবার থেকে উত্তরায় শাহীন সুমনের পরিচালনায় ‘ক্যান্ডেল লাইট’ নামে একটি টেলিছবির কাজ শুরু করেছি। এতে আমার বিপরীতে আমিন খান অভিনয় করছেন। এর আগেও আমরা দু’জন এক সঙ্গে বেশকিছু কাজ করেছি। আশা করি, নতুন এ কাজটি দর্শকরা পছন্দ করবেন। জানা যায়, ‘ক্যান্ডেল লাইট’ নামের এই টেলিছবিটি আসছে ঈদে দর্শকরা যেকোনো একটি টিভি চ্যানেলে দেখতে পাবেন। এদিকে, পপি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিরও কাজ শেষ করেছেন।
এ ছবিতে আমিন খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। এ ছাড়া কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতেও অভিনয় করছেন পপি। অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ ও তৌহিদ মিটুলের ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের বেশ প্রশংসা পান এ অভিনেত্রী।