Daily Gazipur Online

ক্রিকেটারের পিতার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

ডেইলি গাাজীপুর প্রতিবেদক;  বাংলাদেশ জাতীয় দলের  ক্রিকেটার ইমরুল কায়েসের পিতার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি  শোক প্রকাশ করেছেন। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার রাত ৯টার দিকে মারা গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাস। এক শোক বার্তায় তিনি বলেন, আমি বানি আমিন বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা নিয়ে আসা হয়।