Daily Gazipur Online

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা না দিতে শিক্ষার্থীদের সতর্ক করে পুলিশের সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপন

কামরুল হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় স্কুল কলেজে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা প্রায় প্রতিনিয়ত পৌর পার্ক ও রেল লাইনে ঘন্টার পড় ঘন্টা আড্ডায় মেতে ওঠে।
এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে গাইবান্ধা জেলা পুলিশের।
পরে উল্লেখিত স্থান গুলোতে অভিযান পরিচালনা করে গাইবান্ধা সদর থানা পুলিশ। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।
এমতাবস্থায় ক্লাস ফাঁকি আড্ডা দেয়া বন্ধে শিক্ষার্থীদের সতর্ককরে রেল লাইন ও পৌর পার্কে বিশেষ সতর্কতা মুলক বিলবোর্ড স্থাপন গাইবান্ধা সদর থানা পুলিশ। সোমবার বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম সাইনবোর্ড ও বিল বোর্ড স্থাপন কাজের উদ্বোধন করেন।
এসময় সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।