Daily Gazipur Online

ক্ষুদে গানরাজ অংকন অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ধড়” এর বিশেষ প্রর্দশনী অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক : ক্ষুদে গানরাজ অর্ণব রায় অংকন অভিনীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ধড়” গত ২০ মার্চ শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইবের প্রজেকশন হলে বিশেষ প্রর্দশনী হয়েছে।
আফসান চৌধুরীর ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন আকা রেজা গালিব। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন অর্ণব রায় অংকন। এছাড়া অভিনয় করে লুসি তৃপ্তি গোমেজ, দীপক সুমন, তাসমিন জামান স্বর্ণা, আল-মামুন রুপান্ত, তন্ময় ঘোষ, দুঃখু সুমন, আশীষ খন্দকার। বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে পরিচালক আকা রেজা গালিব চলচ্চিত্রে কলাকৌশলীদের দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন। ২৫ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৭১ সালের গণহত্যার ধড় থেকে মন্ডু আলাদা করার একটি নির্দিষ্ট বিষয় ফুটে উঠেছে। যা কিনা দর্শকদের ৭১ সালে ফিরে যেতে বাধ্য করেছে। পুরো হলে বিশেষ এক আবেগগণ পরিবেশ তৈরী হয়।