
ডেইলি গাজীপুর বিনোদন: অনেকদিন পর নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে আসলেন কণ্ঠশিল্পী আরফিন রুমি। গানটির শিরোনাম ‘হৃদয় জানে’। লেজারভিশন থেকে প্রকাশিত গানটির কথা-সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা এবং এতে মডেল হিসেবে রয়েছেন সিন্থিয়া ইয়াসমীন। ‘হৃদয় জানে’ প্রসঙ্গে আরফিন রুমি দ্য বলেন, “আমার এই গানটি একেবারে ভিন্ন ধরনের। গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও করা হয়েছে- যা শ্রোতাদের ভালো লাগবে।” “এছাড়াও দারুণ একটি খবর আসছে কয়েকদিনের মধ্যে,” জানান ‘কিছু কথা আকাশে পাঠাও’-খ্যাত শিল্পী।






