খনি ধসে কঙ্গোতে ৪১ শ্রমিক নিহত

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর আর্ন্তজাতিক: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে খনি ধসে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এখনও ধ্বংসস্তুপে আটকা আছে অনেকে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ-ই প্রচÐ বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। এতে করে ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।
শহরে মেয়র ভেরোনিক এনকামিনা বলেন, খনিতে উদ্ধার তল্লাশির কাজ চলছে। তিনি সিএনএনকে জানান, এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গেøনকোর’ দাবি, দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়।
তারা এক বিবৃতিতে জানায়, ওই শ্রমিকেরা অবৈধভাবে অনুমতি না নিয়েই খনিতে কাজ করছিল। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here