Daily Gazipur Online

খাগড়াছড়ি ও খুলনায় পুতুল তৈরী ও ব্লক ডিজাইন প্রশিক্ষণ সমপ্ত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : খাগড়াছড়ি ও খুলনায় পুতুল তৈরী এবং ব্লক প্রিন্ট বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কোর্স দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এতে বিনামূল্যে ৩০ জন বেকার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদে পুতুল তৈরী প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। এতে কাপড় দিয়ে বাহারী পুতুল তৈরী শেখান প্রিজম প্রকল্পের প্রশিক্ষকরা। অন্যদিকে খুলনার ফুলতলা উপজেলায় ব্লক প্রিন্ট প্রশিক্ষণ কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।