Daily Gazipur Online

খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের স্টোর রুমে আগুন নিয়ন্ত্রণে

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের স্টোর রুমে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টা ২৬ মিনিটের সময় ওই স্কুলের ৫ম তলা ভবনের ৫ম তলা ছাদে স্টোর রুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আজ সকালে রাজধানীর কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থানার কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের ৫ম তলা ভবনের ৫ম তলার ছাদে একটি স্টোর রুম রয়েছে। সেখান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, অগ্নিকান্ডের কারণে ওই স্টোর রুমের কার্পেট, চটসহ অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদগাহ মাঠের কাজে ব্যবহৃত কার্পেট, চট ইত্যাদি মালামাল স্টোরে সংরক্ষিত ছিল। প্রাথমিক ভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে, এঘটনায় কেউ হতাহতও হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে স্কুলের গুরুত্বপূর্ণ মালামাল আগুনে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
এবিষয়ে কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আবুল হোসেন মাতাব্বর স্কুলের স্টোর রুমে আগুন লাগার বিষয়টি স্বীকার করেছেন।