গঙ্গাচড়ায় মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টদের মাঝে উপকরণ বিতরণ

0
147
728×90 Banner

মুহাম্মদ আতিকুর রহমান : রংপুর জেলার গঙ্গাচড়ায় মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত Follow up graduate students support এর স্টুডেন্টদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। এতে মর্ণেয়া ইউনিয়নের ১০ টি উচ্চ বিদ্যালয়ের্র ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বুধবার (১২ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগন, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মোঃ শফিকুল হাসান ।
জাগরণী চক্র ফাউন্ডেশন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ২০২০ সাল থেকে রিয়ালাইজ প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় বর্তমানে ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে হাইস্কুলে ভর্তি হয়েছে তাদের মধ্য থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে এই বছর গঙ্গাচড়া উপজেলার ২১০ জন শিক্ষার্থীদের মাঝে খাতা এবং কলম বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে। মূলত শিক্ষার্থীদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে নেওয়া এবং এসএসসি পরীক্ষা পর্যন্ত যেন পড়ালেখা করতে পারে এই উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, জাগরণী চক্র ফাউন্ডেশন আমাদের উপজেলায় দীর্ঘদিন ধরে কাজ করছে। রিয়ালাইজ প্রকল্প মাধ্যমে শিক্ষার্থীদের যে উপকরণ দেওয়া হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়া জন্য এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। আমি কাজের প্রশংসা করছি এবং আমার পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন হলে সবসময় আমার সহযোগিতার দরজা খোলা থাকবে।”
অনুষ্ঠানটি বেলায় ১১ টায় প্রকল্পের এডুকেশন অর্গানাইজার মোঃ নুর হোসেনের সঞ্চালনায় শুরু হয় এবং দুপুর দুইটায় শেষ হয়। অনুষ্ঠানটিতে প্রকল্পের এডুকেশন অর্গানাইজার, সহকারী এডুকেশন অর্গানাইজার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here