গণপরিবহনের সংকট নিরসনে রাজধানীতে নামছে ৬০ টি দ্বিতল বাস

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে গত দু’তিনদিন ধরে গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ৬০টি দ্বিতল বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। বাসসহ সব গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে নির্দেশনায়। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। আর এতেই গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। সড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছেন সাধারণ জনগণ।
রবিবার (৪ মার্চ) ৬০টি ডাবল ডেকার বাস নগরীর বিভিন্ন রুটে চলাচল করবে। মূলত যেসব রুটে যাত্রী সংখ্যা বেশি এসব রুটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মূলত এখন বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে বিআরটিস’র বাসগুলোও ডিপোতে অলস পড়ে আছে। এসব বাস অতিরিক্ত হিসেবে নগরীতে নামানো হবে।
এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তাজুল ইসলাম বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতে ৬০টি ডাবল ডেকার বাস রবিবার থেকে রাজধানীতে নামবো। ঢাকার রাস্তায় বিআরটিসির ৩৫টি ডাবল ডেকার বাস ইতোমধ্যে নামানো হয়েছে। সব মিলিয়ে ৬০টি বাসের ব্যবস্থা করা হচ্ছে। আমার বিশ্বাস ৬০টি ডাবল ডেকার ফুলফেজে নামানো হলে যাত্রীদের পরিবহন সংকট অনেকটাই কমে আসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here