Daily Gazipur Online

গাইবান্ধা ডিসি অফিসে সাংবাদিক নেতার চুরি হওয়া মটর সাইকেল দ্রুত উদ্ধারের দাবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাইবান্ধা ডিসি অফিসে সাংবাদিক নেতার চুরি হওয়া মটর সাইকেল ৩ দিনেও উদ্ধার হয়নি। জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন এড. এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দীন বুলবুল একযুক্ত বিবৃতিতে গাইবান্ধা ডিসি অফিসে সাংবাদিক নেতার চুরি হওয়া মটর সাইকেল দ্রুত উদ্ধারসহ প্রকৃত চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,গত ২৬ মে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে গাইবান্ধায় ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা, কৃষি ঋণ কমিটির মাসিক সভা, জেলা খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা, জাতীয় নদী রক্ষা কমিটির সভা, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সভা, ভূসম্পত্তি জবরদখল বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত মনিটরিং কমিটির সভা, আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়নে জেলা টাক্সফোর্সের সভা, জেলা গুচ্ছ গ্রাম প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা, জেলা রাজস্ব সম্মেলন সভাসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা চলছিল। ঐ সভায় জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদকসহ এক ডজনেরও অধিক জাতীয় পর্যায়ের সামাজিক, ধর্মীয় ও কল্যাণমূলক সংগঠনের মানবদরদী নেতা দীপক কুমার পাল আমন্ত্রিত ব্যক্তি হিসেবে উপস্থতি ছিলেন। দীপক কুমার পাল যথারিতী সভায় অংশগ্রহনের জন্য তার ব্যবহৃত মোটর সাইকেলযোগে ডিসি অফিসে যান। এ সময় তিনি তার ব্যবহৃত লাল রংয়ের মটর সাইকেল bajaj CT100, Regn No. GAIBANDHA-HA-11-1970, Chassis No : DUFBMG96493, ENGIN NO: DUMBMG26119 ডিসি অফিসের প্রধান ফটকের পুর্ব পাশে রেখে মিটিংয়ে অংশ গ্রহণ করেন।

মানবদরদী নেতা দীপক কুমার পাল

এই সুযোগে সংঘবদ্ধ মটর সাইকেল চোর সিন্ডিকেট চক্র উক্ত নম্বরের মটর সাইকেলটি নিয়ে চম্পট দেয়। প্রথম দফায় কৃষিঋণ কমিটির মিটিং শেষে দুপুর ১২টায় সাংবাদিক দীপক কুমার পাল সম্মেলন কক্ষ থেকে বারান্দায় এসে নিচে রাখা তার উক্ত নম্বরের মটর সাইকেলটি দেখতে না পেয়ে ডিসি অফিস ও কোর্ট চত্বরের আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও সন্ধান না পেয়ে তিনি ঘটনাটি তাৎক্ষনিকভাবে গাইবান্ধা জেলা প্রশাসক, ডিবির অফিসার ইনচার্জ ও সদর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।
চুরি হওয়া মটর সাইকেলটি ৩দিনেও উদ্ধার হয়নি। উল্লেখ্য, ডিসি অফিস ও বহিরের অংশ সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা সচল থাকলে মটর সাইকেল চোরকে নিমিষেই সনাক্ত করা সম্ভব ছিল। এ বিষয়ে জাতীয় সাংবাদিক সোসাইটি নেতৃবৃন্দের প্রশ্ন সিসি ক্যামেরা কেন সচল নেই? উত্তরটা খুবই সহজ। ফাইল ঘাটলে দেখা যাবে ১৫/২০ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে সিসি ক্যামেরা ক্রয় ও ফিটিং করছে সত্য, কেননা সেগুলো দৃশ্যমান। কিন্তু সিসি ক্যামেরাগুলো ব্যবহার উপযোগী কখনই ছিল না। বেশি দামে ক্রয়কৃত সিসি ক্যামেরাগুলোর গুনগত কোন মানই ছিল না। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাগুলো ক্রয় করা হয়নি, ক্রয় করা হয়েছিল অর্থ আত্মসাতের জন্য। সহজ কথায় টাকা চুরির জন্য। সিসি ক্যামেরা কাজ করছে না – এটা যদি সত্যিই হয়, তাহলে ক্যামেরা মনিটরিং কে করে? যিনি ক্যামেরা মনিটরিং করেন তিনি কি রিপোর্ট করেছেন যে, ওত নং সিসি ক্যামেরা কাজ করছে না অথবা সবগুলো সিসি ক্যামেরা ওত তারিখ থেকে কাজ করছেনা। সেগুলো কেন মেরামত করা হয়নি? এর জন্য দায়ী কে? দায়ী কিন্তু ডিসি। কেননা, ডিসি অফিসের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ডিসি।
সিসি ক্যামেরা কবে ক্রয় করা হয়েছিল, কত টাকায় ক্রয় করা হয়েছিল, সপ্লায়ার কে ছিল, ঐ ব্রান্ডের সিসি ক্যামরার বাজার মূল্য কত, দরপত্র কিভাবে আহবান করা হয়েছিল, দরপত্র ঘুপি ছিল কিনা? আমাদের দাবী জরুরী ভিত্তিতে সিসি ক্যামেরার বিষয়টি আদি-অন্ত নিরপেক্ষভাবে তদন্ত করলে থলের অনেক বড় কালো বিড়াল বেড়িয়ে আসবে। প্রমান করা হোক, শুধু মটর সাইকেল চোর বড় চোর, না গাইবান্ধা জেলার ডিসি অফিস বড় চোর? বিষয়টি বিভাগীয় কমিশনার, দুদুকসহ জনপ্রশাসন মন্ত্রনালয়কে জরুরীভাবে হস্তক্ষেপ করে প্রকৃত চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি প্রশাসন ও সরকার এই ব্যপারে কতটুকু তৎপর, সচেতন ও নিরপেক্ষ!
জাতীয় সাংবাদিক সোসাইটি নেতৃবৃন্দের দাবি, সাংবাদিকদের জাতীয় নেতা দীপক দাদার মটর সাইকেল অতি দ্রুত উদ্ধার হোক, সেই সাথে সিসি ক্যামেরাকে কেন্দ্র করে গাইবান্ধা জেলার ডিসি অফিসের থলের কালো বিড়াল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বেরিয়ে আসুক।
নেতৃবৃন্দ আরো জানান,জাতীয় সাংবাদিক সোসাইটির সকল মহানগর শাখা, বিশ্ববিদ্যালয় শাখা, জেলা শাখা ও উপজেলা শাখাসমূহকে এই বিষয়টি সঠিকভাবে মনিটরিং করাসহ সকল বিষয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে এ ব্যাপারে যে কোন সময় তাৎক্ষণিক বৃহৎ কোন কিছুর জন্য কেন্দ্র থেকে ডাক দেওয়া হতে পারে।
ঈদ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শুরুর পুর্বেই জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে মোটর সাইকেল চুরির মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর সিন্ডিকেট।