Daily Gazipur Online

গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম বেসরকারিভাবে নির্বাচিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোট ১৩২টি ভোটকেন্দ্রের ফলাফলে উম্মে কুলসুম (নৌকা) পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক পেয়েছেন ৪১ হাজার ৪০৮ ভোট।
শনিবার রাত সাড়ে ৮টায় গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। জাতীয় পার্টির প্রার্থী মইনুল রাব্বী চৌধুরী ১০ হাজার ৩৬৪ ভোট এবং জাসদের প্রার্থী খাদেমুল ইসলাম ৫১৪ ভোট পান।
রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, ১টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। ভোট পড়েছে ৫৯ দশমিক ৪ শতাংশ।
এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ ইউনুস আলী সরকার ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মারা যান। তাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।