Daily Gazipur Online

গাঙচিল সাংবাদিক ফোরাম: সভাপতি সোমা, সম্পাদক অনিক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের পর্যটন বিষয়ক সংগঠন ‌‘গাঙচিল সাংবাদিক ফোরামের’ নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর কূটনৈতিক প্রতিবেদক নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক।
বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল পরবর্তী এক বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
৬৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সংগঠনটির নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বুলেটিনের বার্তা সম্পাদক খায়রুল আলম, সহ সভাপতি কে এম ওবায়দুর রহমান (সমকাল), হরলাল রায় সাগর (দীপ্ত প্রত্যয়), মো. শাহীদুল ইসলাম (ডেইলি ট্রাইব্যুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), গোলাম মুজতবা ধ্রুব (বিডিনিউজ), আমিনুল রাণা (শিকড় সন্ধানে) ও এম জহিরুল ইসলাম (বাংলাদেশের খবর)।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জামান সৈয়দী (লাল সবুজের কথা), সাংগঠনিক সম্পাদক আবু সালেহ রনি (সমকাল), মাসুম আহাম্মদ (ইনকিলাব), মো. শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ) ও ইউসুফ আলী বাচ্চু (দিন পরিবর্তন)।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশকালের বিশেষ প্রতিনিধি জুবায়ের রহমান চৌধুরী, ভ্রমণ বিষয়ক সম্পাদক জাফরুল আলম (বাংলাদেশের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল (ন্যাশনাল ট্রিবিউন), কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (জনকণ্ঠ), প্রশিক্ষণ সম্পাদক সুমন মোস্তফা (নিউজজি২৪), নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মুন্নী (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ (নওরোজ) ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী (ইত্তেফাক)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, আকতার হোসেন (আরটিভি), মানিক লাল ঘোষ (সকালের সময়), খন্দকার মোজাম্মেল হক (ভোরের পাতা), লিটন এরশাদ (নিরাপদ নিউজ), সৈয়দ আফজাল হোসেন (ডেইলি সান), ইব্রাহিম খলিল জুয়েল (অ্যাপারেল নিউজ), রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (আইএনবি), নূরুল ইসলাম খোকন (সমকাল), আবু মো. মাছানী (দ্য ইন্ডিপেন্ডেন্ট), মেহেদী হাসান (জিটিভি), এ জিহাদুর রহমান জিহাদ (বিটিভি),
সাহাদাৎ রানা (এটিএন নিউজ), সাখাওয়াত হোসেন (নাগরিক টিভি), মোশারফ হোসেন (বাংলাদেশের আলো), সাইফ আলী (আজকের সংবাদ), রাজু শিকদার (ডেইলি ট্রাইব্যুনাল), মাহমুদা আক্তার (বাংলাদেশ জার্নাল), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (ভোরের পাতা), আমিরুল ইসলাম মানিক (বর্তমান বাংলা), নাসির উদ্দিন বুলবুল (আল আমিন), মহসিন বেপারী (বাসস), মাসুদ রানা (বিটিভি), সালেহীন বাবু (বাংলাদেশের খবর), হারুন-উর-রশিদ (কালের কণ্ঠ), মো. আনোয়ার হোসেন (আবাস), সুরাইয়া অনু (একাত্তর টিভি), শাহনাজ পলি (আওয়ার টাইম), আলী ইমাম সুমন (আমাদের সময়), ফারহানা মিলি (বিডিনিউজ), ফারজানা জবা, মামুনুর রশিদ (আয়কর বার্তা),
রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন), কানিজ ফাতেমা লুনা (ঢাকা প্রকাশ), নির্মল কুমার বর্মণ (সময়ের আলো), মো. আবদুল ওয়াদুদ (ইনকিলাব), হেদায়েত উল্লাহ মানিক (বাংলাদেশের আলো), আতিকুল ইসলাম (নওরোজ), শোয়েব আহমেদ (প্রতিদিনের সংবাদ), পাবেল আহমেদ (নওরোজ), আঞ্জুমান আরা মুন (করতোয়া), ইমরান হোসেন (নিউজ ২৪ টিভি) ও সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিংবিডি)।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ভোরের পাতার উপদেষ্টা সম্পাদক রফিকুল ইসলাম রতন, আজকালের খবরের সম্পাদক ফারুক তালুকদার, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, মাছরাঙা টিভির সিনিয়র বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জমান।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নাসিমা আক্তার সোমা পর্যটন বিষয়ক সেরা অনুসন্ধানী রিপোর্টের উপর ‘তাজিয়া-গাঙচিল ট্যুরিজম অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন। প্রতি বছর পর্যটন দিবসে পাঁচ সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
উল্লেখ্য, সংবাদপত্র, রেডিও-টিভিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের পর্যটন বিষয়ক সংগঠন ‘গাঙচিল সাংবাদিক ফোরাম’।