Daily Gazipur Online

গাছায় দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা ,এলাকাবাসী আতঙ্কে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের বোর্ড বাজার গাছা থানা সংলগ্ন এলাকায় গত শনিবার দিবাগত রাতে মৈরান রোড আব্দুল মজিদ মেম্বার বাড়ি সংলগ্ন ওসমান গণি পলাশের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ির মেইট গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করতে গেলে ঘরের ভিতরে থাকা লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, শনিবার দিবাগত রাতে ১৫/২০জনের একটি ডাকাত দল গাছা থানা সংলগ্ন ৩শ’ গজের ভিতরে মৈরান রোড আব্দুল মজিদ মেম্বারের বাড়ি সংলগ্ন ওসমান গণি পলাশের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। ইতিপূর্বে ডা: নিজাম উদ্দিনের বাড়িতে পর পর ৩ বার অস্ত্রেসজ্জিত হয়ে ডাকাতি করার চেষ্টা করে। এছাড়াও এক মাস পূর্বে স্থানীয় উত্তর খাইলকুর মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি করতে এসে বাড়ির লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী প্রতিনিয়তই ডাকাত আতঙ্কের মাঝে রাত্রিযাপন করছে বলে জানা যায়।
এলাকাবাসী আরো জানান, গাছা থানা সংলগ্ন বটতলা মসজিদ মার্কেট মাজুর দোকানসহ আশপাশের ৩টি ফ্ল্যাক্সি লোডের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
এব্যাপারে গাছা থানায় ডাকাতি মামলা করতে গেলে থানা পুলিশ ডাকাতি মামলা না নিয়ে জিডি করার পরামর্শ দেন। এব্যাপারে গাছা থানা ওসি মো: ইসমাইল হোসেনের সাথে মুঠোফোনে তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।