Daily Gazipur Online

গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

অলিদুর রহমান অলি: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এবং গাজীপুরের সাংবাদিক সাইদুর রহমান রিমনের আকস্মিক মৃত্যুতে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) গাছা সাংবাদিক ক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে গাছা সাংবাদিক ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সভাপতি শামসুদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম আরিফ, সাংবাদিক জিলানি, শামীম, তানজিল মাহমুদ হিমেলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হন। একইসঙ্গে, গাজীপুরের প্রিয় মুখ সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল মৃত্যু সংবাদ এলাকায় শোকের ছায়া ফেলেছে।
রজবআলী সুপার মার্কেট, বড়বাড়ী বাসস্ট্যান্ড (জামগড়া বিট), গাজীপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজনে ছিল গাছা সাংবাদিক ক্লাবের সক্রিয় সদস্যরা, যারা সকলকে মানবিক সহমর্মিতার আহ্বান জানান।