গাজীপুররস্থ সিরাজগঞ্জ কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত

0
261
728×90 Banner

আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ প্রতিনিধি): গাজীপুররস্থ সিরাজ কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয় গাজীপুর মডেল কলেজে প্রাংগনে।সিরাজগঞ্জ স্থায়ী নাগরিক কতৃক আয়োজিত মুল প্রাতিপাদ্য বিষয়কে ধারণ করে সকলের তোরে সকলে মোরা প্রত্যেকে আমরা পরের তরে।উক্ত সভায় উপস্থিত ছিলেন।
ডাক্তার, শিক্ষক, ছাত্র,আইনজীবী গবেষক এসপি সহ সকল শ্রেণীর সিরাজগঞ্জ এর স্থায়ী নাগরিক উপস্থিত ছিলেন। সঞ্চালক ও উপস্থাপনায় ছিলেন আনোয়ার স্যার (সাধারণ সম্পাদক নদী বাচাও আন্দোলন ও সিঃ কল্যাণ সমিতি) আমিনুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক সিঃকল্যান সমিতি) এম এ আব্দুল বাতেন (সভাপতি সিঃকল্যাণ সমিতি ও মেজর অবঃ)।এছাড়াও কৃষি গবেষণার সাবেক গবেষক আয়নুল হক ঢাবির সিনিয়র অফিসার আব্দুল বারি,ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক আব্দুর রাহিম মুসাফির স্কুলের সভাপতি ইমরান মুসাফির।আলোচনায় বক্তারা একে অন্যের সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের উন্নয়নের জন্য সবার আন্তরিকতা কামনা করেন।
সভাশেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপত্র বিতরন করা হয় আগামী সভা রমজানের আগেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here