Daily Gazipur Online

গাজীপুরের কোনাবাড়িতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রা পলিটন পুলিশের কোনাবাড়ির ও কাশিমপুর থানা এলাকায় চৌরাস্তা হয়ে টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগ এনে মহাসড়ক ও ট্রাক টার্মিনালে অবস্থান নিয়েছে চালক ও গাড়ি মালিকেরা। ট্রাফিক পুলিশের টি.আই চন্দন, রফিক, নাজমুল এর বদলির দাবিতে কয়েকদিন যাবত রাজপথ ও ট্রাক স্ট্যানে অবস্থান সহ নিরব কর্মসূচিতে যোগ দিচ্ছেন ভোক্তভোগীরা। এ ব্যাপারে চালক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন- ট্রাফিক পুলিশ সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাক, পিকাপ, ভ্যান এর বৈধ কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্স থাকার পরও ৩ হাজার টাকা দাবি করে চালকের কাছে, পকেটে থাকা ৩০০ টাকা নিয়ে যাওয়ার সময় পায়ে ধরার পরও জোর পূর্বক নিয়ে যায়, রেহায় দেননি তাকে। প্রতি গাড়ি ৫০০ টাকায় হাজিরা ও মান্থলি না করলে কোনো গাড়ি থাকতে দেওয়া হবে না। এমন ভোক্তভোগী চালকদের মধ্যে রয়েছেন- সুজন, মাসুদ, রানা, নিজাম ঢাকা মেট্রো-ন ১৭৫৩৭৪, রেজাউল ১৭৪৬৮৫, রাসেল ১৪০৪৩১, কুদ্দুস দেওয়ান ঢাকা মেট্রো-গ ১৭৪৭৭৫, মতিয়ার ঢাকা মেট্রে- ন ১৭৫০৯৮, রানা ১৩৫৭২৮ সহ অসংখ্য অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশের টি.আই চন্দন ও সার্জেন্ট এর বিরুদ্ধে। এ ব্যাপারে চালক লীগের সভাপতি মঞ্জুর আলম একান্ত সাক্ষাতকারে বলেন- আমরা চরম ভোক্তভোগী হচ্ছি। তবে, নিকটবর্তী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগীতা করে আসছে। যত সব চাদাবাজি রেখার লাগিয়ে গাড়ি টেনাহেচড়া, অযথা মোটা অঙ্কের মামলা দিয়ে ড্রাইভারদের হয়রানি করে আসছে। ট্রাফিক পুলিশের উপর মহলে বিষয়টি জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন- আমরা যোগাযোগ করেছি, দেখবে দেখছি বলে তালবাহানা করে আসছে। ট্রাফিক পুলিশের এ.এস.পি (ডিসি) তোয়াই অংপ্রæ মারমা ফোনালাপে বলেন- টি.আই চন্দনের বিরুদ্ধে আমি অনেক অভিযোগ পেয়েছি, আমি দেখবো আপনি আমাদের উপরের মহলের লাস্ট নাম্বার ১১ ও ১৩-তে যোগাযোগ করেন। অন্যথায় মেট্রো পলিটন পুলিশ কমিশনার ওয়াই.এম বেলালুর রহমান স্যারের নিকট একটি লিখিত অভিযোগ করেন এমনটাই বলেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি হয়ে চান্দনা চৌরাস্তা অভিমুখী টাঙ্গাইল মহাসড়কে যাত্রা পথে রাস্তার দুপাশে অসংখ্য পোশাক কারখানা থাকায় শাখা সড়কে পারাপার এর উদ্দেশ্যে অনেক গাড়ি রাস্তায় যানজটে দাড়িয়ে থাকা অবস্থায় কাগজ পত্র তল্লাশির নামে চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেন ট্রাক স্ট্যান্ডের শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে, গতকাল রবিবার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার তাহার সহযোগীদের নিয়ে ট্রাক স্ট্যান্ড সহ কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা ও কালিয়াকৈর এলাকা পরিদর্শন করে গাড়ি চালক, মালিক সহ শ্রমিকদের সাথে মত বিনিময় কালে, ট্রাফিক পুলিশের যে কেউ চাদাবাজি করলে অথবা, অযথা হয়রানি করলে সাথে সাথে তাহার বিরুদ্ধে জানানোর কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।