Daily Gazipur Online

গাজীপুরের গাছায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অলিদুর রহমান অলি: ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তরের ২ যুগে পর্দাপণ উপলক্ষে শনিবার বিকালে স্বজন সমাবেশ গাছা মেট্রো থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক গাছা ইউপি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বজন সমাবেশ গাছা থানা শাখার সভাপতি ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যুগান্তর গাছা প্রতিনিধি এমআর নাসির। আলোচনার সভার শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্বরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন, মো. বাবুল হোসেন মন্ডল, আব্দুল হালিম খান, হুমায়ূন সরকার, শহিদুল ইসলাম শহিদ মন্ডল, এস এম ইউসুফ, আবু রায়হান খন্দকার বাবু, গাছা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, আশরাফুল আলম মন্ডল, জুম্মন খান, রাজু, টুটুল প্রমূখ। বক্তারা বলেন, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রæপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, বহু শিল্প কারখানা গড়ে তুলেন। সে সব কারখানায় লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দূর্ণীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে, সমাজের অন্যায়, অবিচার ও নিষ্পেষিত পাশে থাকে। যুগান্তর দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশের সংবাদ পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশের ১৭ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর। বক্তারা আরো বলেন, দৈনিক যুগান্তর ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে কখনো পিছিয়ে থাকেনি। যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক এ প্রত্যাশা করেন। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে অতিথিরা কেককেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।