গাজীপুরের গাছায় শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

0
488
728×90 Banner

গাজীপুর প্রতিবেদক: টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন (৫০) ও তার স্ত্রী টঙ্গী আমজাদ আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাাহমুদা আক্তার জলির (৪৫) লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন জয় বাংলা সড়কের পাশে পার্কিংরত নিজ¯^ প্রাইভেটকারে তাদের লাশের সন্ধান পাওয়া যায়।
নিহতের ¯^জন ও সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তারা টঙ্গীর কর্মস্থল থেকে নিজ¯^ প্রাইভেটকারে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের কামাড়ঝুরি নিজ¯^ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার পর থেকে ¯^জনদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উদ্বিগ্ন ¯^জনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে অবশেষে বৃহস্পতিবার ভোর ৪টায় ৩৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা সড়কের ব্রিজের কাছে রাস্তার পাশে তাদের গাড়ির সন্ধান পান। এসময় গাড়ির দরজা খুলে ডাইভিং সিটে শিক্ষক মামুনের ও পেছনের ছিটে তার স্ত্রী জলির মৃত দেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের মৃত্যু রহস্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাদের সাথে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here