Daily Gazipur Online

গাজীপুরের চতর এলাকায় ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সদর থানাধীন চতর এলাকা হতে ২২০গ্রাম গাঁজা, ০৪টি মোবাইল সেট, ৪৫৫৫/-(চার হাজার পাঁচশত পঞ্চান্ন) টাকাসহ ০৪জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প হাতে নাতে গ্রেফতার করে।
২৯ অক্টোবর-২০১৯ ইং তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন চুর এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর, সদর থানাধীন চতর সাকিনস্থ চতর একুয়ার মাঠের পশ্চিমে জনৈক রফিক উদ্দিনের পুকুরের দক্ষিন পাড়ে টিনের ছাপড়া ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ শফিউল আলম(৪৫),পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-সাহানারা বেগম, সাং-ইসবপুর, থানা-সাদুল্যাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-পশ্চিম চতর(জনৈক শেলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ হানিফ মিয়া(৩২), পিতা-মৃত আবতর আলী, মাতা-মোসাঃ আমেনা খাতুন, সাং-উত্তর জাউরানী, থানা-হাতীবান্ধা, জেলা-রংপুর, এপি সাং-চতর নয়াপাড়া(জনৈক সিদ্দিক আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ আল আমিন হোসেন(৩৩), পিতা-মোঃ শফিউল্লাহ, মাতা-মোসাঃ আয়শা বেগম, সাং-দেইচর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, এ/পি সাং-শান্তিবাগ(জনৈক বাতেনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ নুরুন্নবী(৪৯), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মোসাঃ হাজেরা বেগম, সাং-বানিয়াপাড়া, থানা-ভোদা, জেলা-পঞ্চগড়, এ/পি সাং-শান্তিবাগ(ফজলুল মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা গাঁজার ব্যবসার কথা স্বীকার করে। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ২২০গ্রাম গাঁজা, ৪৫৫৫/-(চার হাজার পঁঞ্চান্ন)টাকা ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। আসামীরা অবৈধভাবে গাঁজা নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)ধারার অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।