Daily Gazipur Online

গাজীপুরের টঙ্গীতে জাহাঙ্গীরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার বিকালে গাজীপুরের টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টঙ্গী স্টেশন এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং নানা অনিয়মের অভিযোগে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন। বৈরী আবহাওয়া মধ্যে বৃষ্টিতে ভিজে এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে টঙ্গী বাজার, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, গাজীপুরা, বোর্ডবাজার, জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন কয়েক হাজার নেতাকর্মী। বিকেল ৪টায় শুরু হয় মানববন্ধন। মানববন্ধন থেকে বক্তারা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। পরে জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত বছরের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং ওই বছরের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।সে সময় জাহাঙ্গীরের বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি স্থানে মামলা হয়। সোমবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ফরিদপুরে করা মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পেয়েছেন জাহাঙ্গীর আলম। গত ৩১ আগস্ট ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালত ওই মামলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।