
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যাতে সুস্থ সুন্দর পরিবেশে পড়া লেখা করতে পারে ও পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সবার সচেতন থাকা প্রয়োজন বলে মনে করেন গাজীপুরের ডিসি ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
সোমবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরই অংশ হিসেবে গাজীপুর জেলায় ৩৩ টি কেন্দ্রে ৬টি ভেন্যুতে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ডিসি ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় নকল মুক্ত পরিবেশে যাতে পরীক্ষা সম্পন্ন হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেন।
