গাজীপুরের পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

0
153
728×90 Banner

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নম্বর ওয়ার্ড হাড়িবাড়ির টেক এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি ও ৪০০টি ইয়াবা ট্যাবলেট।
আটক মাদক কারবারি নাদিম (৪৫) গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমানের ছেলে।
বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলামনির বাসা থেকে আটক করা হয়।
ওই সময় ঘর তল্লাশি করে ইতালির তৈরি ১টি পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন ও ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here