Daily Gazipur Online

গাজীপুরের বসুগাওয়ে বিস্ফোরক দ্রব্যাদিসহ ২ জন গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের বসুগাও এলাকা হতে বিপুল পরিমানের বিস্ফোরক দ্রব্যাদিসহ ২ জনকে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প গ্রেফতার করেছে।
আজ ৫ আগস্ট ভোরে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর পূবাইল থানাধীন বসুগাও এলাকায় অবৈধভাবে বিপুল পরিমানের আতশবাজী বহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর পূবাইল থানাধীন বসুগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। সঞ্জিত দাস(৩৯), পিতা-সচীন্দ্র চন্দ্র দাস, ২। মোঃ জুয়েল মিয়া(৪০), পিতা-মৃত বাবর আলী মুন্সি, উভয় সাং-বড়কয়ের, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীদ্বয়ের দখল হতে বিভিন্ন ধরনের ২১৯৪৩ (একুশ হাজার নয়শত তেতাল্লিশ) পিস বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজী), বিষ্ফোরক দ্রব্যাদি বহনের কাজে ব্যবহৃত ০১(এক) টি সিএনজি, নগদ ২১,২৮০/-(একুশ হাজার দুইশত আশি) টাকা, ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজী) আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজী) নিজ দখলে রাখিয়া ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইন এর ৫/৬ ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজী) এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।