Daily Gazipur Online

গাজীপুরের যুগীরচালায় দেশীয় চোলাইমদসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের যুগীরচালা এলাকা হতে ২০(বিশ) লিটার দেশীয় চোলাইমদসহ ০২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
২৬ নভেম্বর মঙ্গলবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন যুগীরচালা এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন যুগীরচালা সাকিনস্থ জনৈক নান্টু বর্মণ এর বসত বাড়ীতে ঘরের ভিতরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধৃত আসামী ১। শ্রী কৃষ্ণ বর্মণ(২৫), পিতা-শ্রী নান্টু চন্দ্র বর্মণ, মাতা-শ্রীমতি কিরণমালা বর্মণ, শ্রী শীতল চন্দ্র বর্মণ(২৪), পিতা-মৃত নাগর চন্দ্র বর্মণ, দমাতা-শ্রীমতি সন্ধারানী বর্মণ, উভয় সাং-যুগিরচালা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরদ্বয়’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তার আসামীদ্বয়ের দখল হইতে ২০ (বিশ) লিটার দেশীয় চোলাইমদ, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে দেশীয় চোলাইমদের অবৈধ ব্যবসা করিয়া আসিতেছিল। অবৈধভাবে মাদক দ্রব্য দেশীয় চোলাইমদ নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ৩৩(গ) ধারায় অপরাধ করয়াছে।
উদ্ধারকৃত চোলাইমদ এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।