Daily Gazipur Online

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলকায় ভুয়া এসআই আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা হতে ভুয়া (পুলিশ) এসআই পরিচয় দানকারী প্রতারক চক্রের ০১ জন সদস্য আটক করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
শনিবার রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় ভুয়া পুলিশের এসআই পরিচয়দানকারী কিছু সংখ্যক প্রতারক প্রতারণা করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে (নয়নপুর) মুক্তিযোদ্ধা মার্কেট জনৈক আবুল কালাম এর চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জুয়েল@হাফিজ(৩০), পিতা-আব্দুল জলিল শেখ, সাং-চাঁদপুর, থানা-কোতোয়ালী, জেলা-ফরিদপুর, এপি-সাং-রাজেন্দ্রপুর চৌরাস্তাস্থ জনৈক আফাজ উদ্দিন এর ভাড়াটিয়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীর দখল হতে ০২টি ভুয়া এসআই পদবীর ভিজিটিং কার্ড, ০১ (একটি) টি মোবাইল ফোন ও নগদ ৭০/-টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামী পেশায় একজন ইলেকট্রিক্যাল মেকানিক। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত ০১ এক বছর পূর্বে গাজীপুরে আসিয়া রাজেন্দ্রপুর এলাকায় হোতাপাড়াস্থ জয়দেবপুর থানার পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। উক্ত বাসায় ভাড়া থেকে সে দীর্ঘদিন যাবৎ জয়দেবপুর থানার এসআই পরিচয় দিয়া অত্র থানাধীন এলাকাসহ আশপাশ এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদেরকে গ্রেফতার/মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমানের নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে ধৃত আসামী স্বীকার করে। এছাড়াও অত্র এলাকায় চলাচলরত বিভিন্ন গাড়ী, সিএনজি ড্রাইভারদের থেকে মাসিক চাঁদা আদায় করে আসতেছিল বলিয়া স্থানীয় লোক মারফত জানা যায়। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।