গাজীপুরের শহিদুল ইসলাম হত্যা এবং রূপনগরে তামান্না হত্যা প্রচেষ্টাকারীদের শাস্তির দাবি

0
117
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা এবং রূপনগরে তামান্না হত্যা প্রচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। গতকাল ২৫ জুন রাতে গাজীপুরের প্রিন্স জ্যাকার্ড লিঃ এর শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকের সাথে আলাপ-আলোচনা শেষে কারখানা থেকে বের হওয়ার পথে কারখানার মালিকদের পোষা গুন্ডারা শ্রমিক নেতা শহিদুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় শহিদুল ইসলাম গুরুত্বর আহত হলে হাসপাতালে মৃত্যুবরণকারী। গত ২৩ জুন ঢাকার রূপনগর থানার আরামবাগ এলাকায় তামান্না নামে এক গৃহশ্রমিককে শারিরীকভাবে নির্যাতন করে ৯ তলা থেকে ফেলে দেয়। এতে করে তামান্নার হাত ও পাজরের হাড় ভেঙে যা। বর্তমানে তামান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। উল্লেখিত দুইটি ঘটনায় থানায় সংশ্লিষ্ট মামলা হলে আসামীদের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করা হয়। এতে করে হত্যা ও হত্যা প্রচেষ্টার ন্যায় বিচারের দাবি ক্রমশ্যই ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্খা দেখা দিয়েছে।
আজ ২৬ জুন ২০২৩, সোমবার সকাল ১১.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গৃহশ্রমিক ফেডারেশনের উদ্যোগে গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুল ইসলামের হত্যা ও রূপনগরের গৃহশ্রমিক তামান্না (১৮) হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক নেতা আবুল হোসাইন উপরোক্ত অভিমত প্রকাশ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করবেন, জাতীয় গৃহশ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ হাসান। বক্তব্য রাখেন কামাল আহমেদ, লাইজু আক্তার, সানজিদা বেগম, রফিকুল ইসলাম রাধা প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিকরা ক্রমশ্যই বেপরোয়া হয়ে উঠছে। তার খেসারত দিতে হয়েছে শ্রমিক নেতা শহিদুল ইসলামকে। অধিকাংশ গার্মেন্টস মালিকরা কারখানায় ভাড়াটে পেটুয়া বাহিনী লালন-পালন করে এবং শ্রমিক অসন্তোষ দেখা দিলেই মালিকরা এই বাহিনি দিয়ে শ্রমিকদের উপর হামলা-নির্যাতন পরিচালনা করেন। তার নিষ্ঠুর শিকার হয়েছেন শহিদুল ইসলাম। অপর দিকে সমাজের বিত্তবান মানুষেরা বাসার কাজের লোকদের উপর নানারকম নির্যাতন, হয়রানী পরিচালনা করছেন। যার নির্মম শিকার হয়েছেন তামান্না নামে গৃহশ্রমিক। এই দুই ঘটনার মধ্যদিয়ে আমাদের সমাজের বিত্তবানদের সহিংস আচরণ প্রকাশ পেয়েছে। নেতৃবৃন্দ শহিদুল হত্যা ও তামান্না হত্যা প্রচেষ্টার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here