Daily Gazipur Online

গাজীপুরে অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মাষ্টারবাড়ী এলাকা হতে শীর্ষ মলম/অজ্ঞান পার্টির চক্রের সক্রিয় ০৩ জন সদস্য’কে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
আজ ২ নভেম্বর রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাষ্টারবাড়ী নান্দুয়াইন এলাকায় একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন নান্দুয়াইন মাষ্টারবাড়ী ফ্যান ফ্যাক্টরীর উত্তর পার্শ্বে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ ইউসুফ আলী(২২), পিতা-মোঃ হাসমত আলী, মাতা-মোসাঃ-পিয়ারা বেগম, সাং-কেন্দুয়া কালিবাড়ী, থানা-সদর, জেলা-জামালপুর, এ/পি সাং-ভবানীপুর(হানিফের বাড়ীর ভাড়াটিয়া), থানা-শ্রীপুর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ রাশেদুল ইসলাম(১৮), পিতা-মোঃ শাহআলম, মাতা-মোসাঃ রুমা বেগম, থানা-শালিয়াবাগপুর, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, এ/পি সাং-নান্দুয়াইন(কালু হাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ মনির হোসেন(৪৫), পিতা-মৃত রেনু মিয়া, মাতা-মোসাঃ আম্বিয়া বেগম, থানা-ভাতাকান্দি, থানা-হোমনা, জেলা-কুমিল্লা, এ/পি সাং-মাষ্টারবাড়ী(কাশেম গার্ডের বাড়ীর পার্শ্বে), থানা-সদর, জিএমপি, গাজীপুরদের‘কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০২টি চাকুু, অজ্ঞান কাজে ব্যবহৃত ০৬টি মলম, ০৩টি মোবাইল ফোন, উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা গাজীপুর জেলার মূল মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মলম সম্পর্কে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, তারা গাজীপুর জেলার প্রধান অজ্ঞান কাজে ব্যবহৃত শীর্ষ ডিলার তাদের কাছ থেকে গাজীপুর জেলার অন্যান্য ছিনতাই/অজ্ঞান পার্টির সদস্যরা অজ্ঞান কাজে ব্যবহৃত মলম ক্রয় করে। ধৃত আসামীদেরকে আরো জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ উক্ত মলম দ্বারা গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।