Daily Gazipur Online

গাজীপুরে অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা হইতে মলম/অজ্ঞান পার্টির চক্রের সক্রিয় ০৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
৬ আগস্ট রাতে র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসষ্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড মধুবন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মিনহাজ ইসলাম(১৮), পিতা-মৃত আলফাজ উদ্দিন, মাতা-মোসাঃ পারুল বেগম, সাং-বউবাজার, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। মোঃ আরিফুল ইসলাম(১৭), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-মোসাঃ সেলিনা বেগম, সাং-শান্তিনগর, থানা-ভোজপুর, জেলা-চট্টগ্রাম, এ/পি-সাং-রওশন সড়ক বুড়ির মোড়(জহুরুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ রাব্বি ইসলাম(১৭), পিতা-ব্রিক চাঁন, মাতা-মোসাঃ রিনা বেগম, সাং-বুদ্দামারা, থানা-সদর, জেলা-নরসিংদী, এ/পি-সাং-যমুনা টেংকি(রফিকএর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০১(এক) টি চাপাতি, ০২(দুই) টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ০৪(চার)টি মলম এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।