Daily Gazipur Online

গাজীপুরে অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা সংক্রান্ত সংবাদ সম্মেলন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শনিবার সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অর্থনীতি সমিতি গাজীপুর চেপ্টারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ অর্থনীতি সমিতির এ বাজেট প্রস্তাবনা একই সঙ্গে ঢাকাসহ দেশের ২৬টি জেলা শহরে আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুই সপ্তাহ পূর্বে বাংলাদেশ অর্থনীতি সমিতি গত কয়েক বছর যাবৎ এ বাজেট প্রস্তাবনা পেশ করে আসছে। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সরদার সৈয়দ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনা উপস্থাপনা করেন সমিতির গাজীপুর চেপ্টারের আহবায়ক মো. মনজুরুল হক গাজী।
বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক খালেদ মাহমুদ মোর্শেদ, কাপাসিয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সানাউল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।