

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেটকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গাজীপুর সচেতন নাগরিক মঞ্চ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৩০ জুন ২০২৫ প্রকাশিত খসড়া গেজেটে গাজীপুর-২ ও গাজীপুর-৬ আসনের সীমানা যথাযথভাবে নির্ধারণ করা হয়েছিল। স্থানীয় জনগণও সেটিকে স্বাগত জানিয়েছিল। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে পরিবর্তন আনা হলে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বক্তারা বলেন, কাশিমপুর থানার ১–৬ নম্বর ওয়ার্ডকে হঠাৎ গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করায় ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হয়েছে। তুরাগ নদী বেষ্টিত কাশিমপুর দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের (গাজীপুর-১ আসন) অংশ হিসেবে পরিচিত। সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তাদের সম্পর্ক গড়ে উঠেছে কালিয়াকৈরের সঙ্গে। অথচ হঠাৎ গাজীপুর-২ আসনের অংশ করায় জনগণের ভেতর অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গাজীপুর মহানগরের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড তথা পূবাইল এলাকাকে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। কারণ পূবাইল যুগ যুগ ধরে টঙ্গী, গাছা ও গাজীপুর সদরের সঙ্গেই রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পৃক্ত। পূবাইলকে নবগঠিত গাজীপুর-৬ আসনের সাথে যুক্ত না করে কালীগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। মহানগরের ভেতরে থেকেও ভৌগোলিক অখন্ডতা লঙ্ঘন করে তাদের উপজেলা আসনে ঠেলে দেওয়া জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করা হয়।
বক্তারা অভিযোগ করেন, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে গণবিরোধী স্বৈরাচারী রাজনীতি দীর্ঘায়িত করার চেষ্টা চলছে। এতে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নেতাদের ইচ্ছার প্রতিফলন হয়েছে। তাদের দাবি, খসড়া গেজেট জনগণের প্রত্যাশা অনুযায়ী হলেও চূড়ান্ত গেজেটে রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ভৌগোলিক অখণ্ডতা ও প্রশাসনিক সমন্বয় নষ্ট হয়ে গেছে।
তারা বলেন, জনগণের শান্তি ও স্বস্তি নিশ্চিত করতে কাশিমপুর থানার ছয়টি ওয়ার্ডকে গাজীপুর-১ আসনের অংশ হিসেবে এবং পুবাইলের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডকে নবগঠিত গাজীপুর-৬ আসনের অন্তর্ভুক্ত রাখতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ৩০ জুনের খসড়া গেজেটই জনগণ গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্ত বহাল রাখার জন্য কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মো. সহিদউজ্জামান, নাগরিক মঞ্চের আহ্বায়ক মহানগর বিএনপি নেতা আহমদ আলী রুশদী, সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের, নগরীর পূবাইল থানা জামায়াত আমীর আশরাফ আলী কাজল, মহানগর জিয়া পরিষদ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গণপরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন তালুকদার, হেফাজতে ইসলামী গাজীপুরের যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সাবেক পূবাইল ইউপি চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন, পূবাইল তানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম, এনসিপি কেন্দ্রীয় নেতা এম এম সোয়াইবসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
