Daily Gazipur Online

গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের সালনা এলাকা হতে ০৮(আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
২৭ জানুয়ারি দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা ইপসা গেইট এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা ইপসা গেইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় রোড আরিয়ান ষ্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জহিরুল ইসলাম(২১), পিতা-মোঃ জসিম উদ্দিন, মাতা-মোসাঃ মাজেদা খাতুন, সাং-দক্ষিণ মাধখোলা, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-দক্ষিণ সালনা (ইকবাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া),থানা-সদর, জিএমপি, গাজীপুর‘কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে উদ্ধারকৃত সর্বমোট ০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১৪৬০/-টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তার হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।