Daily Gazipur Online

গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীগ্রেফতার

সানাউল্লা স্বপন: গাজীপুরের মাস্টারবাড়ী এলাকা হতে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে।
আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টারবাড়ী এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টারবাড়ী বাজারস্থ মাস্টারবাড়ী টু মির্জাপুর রোড রাজ টেইলার্স এন্ড বস্ত্রালয় এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ ফারুক হোসেন(৩৫), পিতা-মোঃ ফজলু, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-উড়াভিটা, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-চান্দনা চৌরাস্তা (শহীদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর‘কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে উদ্ধারকৃত সর্বমোট ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০১(এক)টি ব্যাটারী চালিত অটোরিক্সা, ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তার হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।