গাজীপুরে এক মাসে ৬১ প্রতিষ্ঠানকে ৭২ লক্ষাধিক টাকা জরিমানা

0
229
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে নদী ও পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে ৬১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩২টি ইটভাটা ও ২৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে ৭২ লাখ ২৮ হাজারের বেশি জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন, সদর উপজেলা ও কালিয়াকৈর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গত ১৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে। এ অভিযানে ৩২টি অবৈধ ইটভাটাকে ২২ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং অধিকাংশ ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নেভানো হয় এবং ভেকু মেশিন দিয়ে ইটভাটার কাঁচা ইটসহ বিভিন্ন স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া পরিবেশ অধিদফতর গাজীপুরের বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে পরিবেশ ও নদীদূষণের দায়ে পরিবেশ অধিদফতরের সদর দফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ২৯টি শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৮ হাজার ৮১১ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
গাজীপুরের বাসিন্দা এসএম নূরুল ইসলাম জানান, গাজীপুর শিল্প এলাকার কারণে লাখ লাখ মানুষের বসবাস। এ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শত শত ইটভাটা ও শিল্প কারখানা। এসব ইটভাটা ও শিল্প কারখানা প্রতিনিয়ত পরিবেশ ও নদ-নদী এবং খাল-বিল দূষণ করে যাচ্ছে। এসব দূষণরোধ করতে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের সদিইচ্ছার প্রয়োজন। আর এবছর পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন গাজীপুরের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে। অভিযানের এ ধারা অব্যাহত থাকলে গাজীপুর দূষণমুক্ত করা সম্ভব।
গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার বলেন, গাজীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩২টি ইটভাটা ও ২৯টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের এ অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here