গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

0
364
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।
মহানগর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানান, গত রোববার গভীর রাতে কাশিমপুর থানার ভবানীপুর-চৌরাস্তা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৮) ওই থানার সারদাগঞ্জ এলাকার সুন্দর আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ভবানীপুর-চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নিয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। জাহাঙ্গীর গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের চিকিৎসক প্রণয় ভ‚ষণ সাহা বলেন, “তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে দুটি গুলির ক্ষত রয়েছে। পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও প্রায় ১০ কেজি গাজা ও জাহাঙ্গীরের পকেট থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, এএসআই আলী আকবর ও কনস্টেবল আবদুস সোবাহান আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here