গাজীপুরে কনক্রিটেরছাদ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের বাঙ্গালগাছ এলাকায় একটি বাগান বাড়ির পুকুর পারে পুরাতন কংক্রিটেরছাদ ভাঙ্গতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফুল মিয়া (৩০) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মধ্যউড়িয়া গ্রামের মৃত জয়নাল আবেদনীদের ছেলে। ফুল মিয়া বাঙ্গালগাছ এলাকার মান্নান উকিলের বাড়িতে বাসাভাড়া থেকে শ্রমিকের কাজ করতো।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ৩০নং ওয়ার্ডে বাঙ্গালগাছ এলাকায় রফিক এ সিদ্দীকীর “বাগান বিলাস” নামে একটি বাগান বাড়িতে সস্প্রতি সংষ্কার কাজ শুরু হয়। ওই বাগান বাড়ির একটি পুকুর ভরাটের পর পুকুরের ঘাটলায় পুরাতন কনক্রিটেরছাদ ভাঙ্গতে কাজ করছিলো ৮/১০জন শ্রমিক। এসময় অসাবধানতা বশত ছাদটি ভেঙ্গে শ্রমিক ফুল মিয়ার উপর পড়ে। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন।
বাগানবাড়ির ম্যানেজার মো. জিল্লুর রহমান হিরন জানান, আমরা ১০জন শ্রমিককে চুক্তিভিত্তিক ভাঙচুরের কাজগুলো করতে নিয়োগ দিয়েছিলাম। কিন্তু তাদের অসাবধানতা বশত ছাদ চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া জানান, স্থাপনাটি ভাঙ্গার পদ্ধতি সঠিক ছিলনা তাই এ দুর্ঘটনা ঘটেছে।
গাজীপুর সদর থানার এসআই মো. লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা বাঙ্গালগাছ এলাকায় রফিক এ সিদ্দিকের মালিকাণাধীন বাগান বিলাস নামের বাগানবাড়িরর একটি ঘর অপসারণের কাজ করছিল। ঘরটির খুটি ভেঙ্গে ফেলার এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের কনক্রিটের ছাদটি ধসে পড়ে। এসময় ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফুল মিয়া নিহত হন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here