গাজীপুরে কালেক্টরেট সহকারীদের ৩য় দিনের কর্মবিরতি অব্যাহত 

0
370
728×90 Banner

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিনের মত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।
২২ জানুয়ারি বুধবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। যথারীতি তা চলে টানা দুপুর ১২টা পর্যন্ত।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও অফিস সুপার মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা, সদস্য নূর মোহাম্মদ নিশাত, সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এজন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন কালেক্টরেট সহকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here