Daily Gazipur Online

গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের এক্সেস টু ফাইন্যান্স কর্মশালা অনুষ্ঠিত

মো: আতিকুল্যাহ স্বাধীন( স্টাফ রিপোর্টার) : ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প ‘প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেস থ্রু সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট ( প্রোগ্রেস) এর উদ্যোগে হালকা প্রকৌশল শিল্পে ক্ষুদ্র ও কুটির পর্যায়ের উদ্যোক্তাদের এক্সেস টু ফাইন্যান্স ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাতে ঢাকা বিভাগীয় নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও টাঙ্গাইল সহ সকল ক্ষুদ্র ও কুটির উদ্যেক্তাদের নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সকল উদ্যেক্তাদের অর্থ বিনিয়োগ ও কর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির টেকনিক্যাল ম্যানেজার সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক লীলা রশিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল ডিপার্টমেন্ট এর যুগ্ম-পরিচালক লতিফা খানম, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মনির হোসেন নিজামী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জায়েদ-উন-নবী, রফিকুল ইসলাম, আতিকুল্যাহ স্বাধীন, শফিকুল ইসলাম, খাদিজা আক্তার, জুলকারনাইন রাদ, মাহবুবুর রহমান ও মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়া হালকা প্রকৌশল শিল্প মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।