নাসির উদ্দীন বুলবুল ও আলহাজ্ব শেখ মোহাম্মদ শহীদুল্লাহ : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে গাজীপুরের কাপাসিয়া, কালিগঞ্জ, কালিয়াকৈর, গাজীপুর সদর, টঙ্গীতে টিকাদান কার্যক্রম চলছে। সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হলেও টিকা নিতে অনেক আগ থেকেই ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণীদের দীর্ঘ লাইন রয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক গণহারে একযোগে করোনা টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের নির্দেশনা ও পরিকল্পিত ক্যাম্পেইনের মাধ্যমে আজ শনিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে টিকা দান কর্মসূচি।
সারাদেশে সরকারের ৩২লাখ করোনা ভ্যাকসিন গণহারে দেয়ার কর্মসূচির পাশাপাশি প্রথম দিনে শুধু গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডের ৫৭টি কেন্দ্রে ৩৪ হাজার ২০০ নাগরিককে ভ্যাকসিনের প্রথম ডোজের আওতায় আনা হবে বলে জানা গেছে। পূর্ব রেজিস্ট্রেশন না করে জাতীয় পরিচয়পত্র ও ফটোকপি নিয়ে ভ্যাকসিন দেয়ার নির্ধারিত কেন্দ্রে গেলেই এ সুযোগ পাওয়া যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও আটটা থেকেই প্রথম ডোজ প্রত্যাশীরা লাইনে দাঁড়িয়ে আছেন। তবে, মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে।
টিকা নিতে আসা সেলিম হোসেন, লায়লা, আছমা বেগম বলেন, টিকা দান কর্মসূচির আওতায় টিকা নিতে পেরে খুবই আনন্দিত ও খুশি। ঝামেলা বিহীন শুধু আইডি কার্ড সাথে আনায় খুবই সহজ হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মোমেন মিয়া বলেন, আমার ওয়ার্ডের সবাইকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। মেয়র মহোদয়ের নির্দেশে যথাযথভাবে এই টিকা প্রদান করা হবে।
সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরী একটি বৃহৎ শিল্পাঞ্চল। তাই বড় জনগোষ্ঠী সম্বলিত এলাকাকে দ্রæত করোনা ভ্যাকসিন দান কর্মসূচির আওতায় এনে সব নাগরিকদের কোভিড-১৯ টিকা দেয়া হবে।