Daily Gazipur Online

গাজীপুরে গণপ্রকৌশল দিবস পালন

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে গণপ্রকৗশল দিবস-২০২০ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৭ নভেম্বর শুক্রবার সকালে গাজীপুর টাউনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গাজীপুর টাউনের রাজবাড়ি রোডস্থ প্রকৌশলী ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রকৌশলী ভবনের ৬ষ্ঠ তলায় মাল্টিপারপাস হলে আইডিইবির গাজীপুর জেলা সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দিন খন্দকার, সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মোঃ শরীফ হোসেন ঢালী, জেলা সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ তোরাব হোসেন, প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।