

অলিদুর রহমান অলি: ঋতুরাজ বসন্তের মহেন্দ্র ক্ষণে ঐতিহ্যবাহী গাছ উচ্চ বিশ্ববিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১০ ই মার্চ সকাল গাজীপুর মহানগরের গাছা থানাধীনস্থ গাছা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে বার্ষিক পুরস্কার বিতরণী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত তারপর জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন গাসিক ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাশেদুজ্জামান জুয়েল মন্ডল। গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক মোঃ শফিকুল ইসলাম শফিক সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল। প্রধান অতিথি বক্তব্যর শুরুতেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টারকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য শুরু করেন, তিনি বলেন শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী এই গাছা উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয়ে আমার দাদা লেখাপড়া করেছেন, আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার বিদ্যালয়ের প্রতি সবসময় খেয়াল রেখেছেন, তিনি যখন এমপি ছিলেন তখন এই বিদ্যালয়ে নতুন ভবন করে দিয়েছে, আমি ও দুটি নতুন ভবন করে দিয়েছি , আরেকটি ছয় তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ চলমান শীঘ্রই আমরা এই ভবনটির উদ্বোধন করবো। গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন দুটি ভবন করে দিয়েছি যেন এলাকার ছেলে মেয়েরা এই এলাকার ছোট ছোট সোনামনিরা ভালোভাবে লেখাপড়া করতে পারে। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে পারি, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যেতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ আদম আলী, ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, গাছা মেট্রো থানা অফিসার ইনচার্জ শাহ আলম অফিসার, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, গাছা উচ্চ বিদ্যালয়প্রধান শিক্ষকহারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আক্তার হোসেন টিপু, সদস্য ইকবাল হোসেন।






