Daily Gazipur Online

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের দিনব্যাপী কর্মশালা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের জীবনমানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বুধবার মহনগরের নগপাড়া ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় জাতীয় উন্নয়নে গার্মেন্টস শ্রমিকদের অবদান, সামাজিক জীবনে তাদের ক্ষমতায়নের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার এস কে মজিবুল হক, ফিল্ড অপারেশন ম্যানেজার রেজভিনা পারভীন, সার্ভিস সেন্টার ম্যানেজার মো: শামীম আল মামুন, মোসফেকুর রহমান প্রমুখ। কর্মশালায় গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত ৩০ জন শ্রমিক অংশ নেন।